ময়নাগুড়ি, ২০ শে আগস্ট :- ময়নাগুড়ি থেকে জলপাইগুড়ি যাবার ৩১ নং জাতীয় সড়কের বেহাল পরিষেবা। বেশ কয়েক মাস যাবত চলছে সাধারণ মানুষের এই ভোগান্তি। এই জাতীয় সড়কে ফোর-লেন তৈরির জন্য রাস্তার কাজ হচ্ছে, কিন্তু কয়েক মাস অতিক্রান্ত হবার পর ও এই কাজের পরিসমাপ্তি হয় নি। যার ফলে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ নিত্য যাত্রীদের। ক্রমাগতই দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ। প্রশাসন এই বিষয়ে হস্তক্ষেপ করলেও বর্ষাকাল থাকার ফলে বৃষ্টিপাতের জন্য দ্রুত রাস্তার কাজ করতে বিলম্ব হচ্ছে। তবে পুজোর আগে যত দ্রুত সম্ভব এই কাজ সম্পন্ন হবে বলে আশা রাখছে সাধারণ মানুষ।
নিজস্ব প্রতিনিধি: ময়নাগুড়ি।
Spread the love